ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ঘরে তৈরি বেগুন ফিঙ্গারে জমে উঠুক সকাল-সন্ধ্যা

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২১ ডিসেম্বর ২০২০

তেলে ভাজা খাবারে সবারই কম-বেশি আগ্রহ থাকে। তাই তো জমে ওঠে সকালের নাস্তা কিংবা সন্ধ্যার আড্ডা। তবে স্বাস্থ্য সচেতন মানুষ আজকাল চপ-মুড়ির পরিবর্তে বেছে নিয়েছে ‘বেগুন ফিঙ্গার’।

তাই আপনিও জলদি বানিয়ে ফেলুন বেগুন ফিঙ্গার। আপনার রান্নাঘরেই আছে যাবতীয় উপাদান। বানাতে সময়ও লাগে কম। আসুন জেনে নিন কীভাবে তৈরি করবেন বেগুন ফিঙ্গার-

jagonews24

উপকরণ
• একটি মাঝারি মাপের বেগুন ফিঙ্গারের মাপে কেটে নিন
• ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া
• ১/২ চা চামচ লবণ
• ১ চা চামচ রোস্টেড জোয়ান
• সামান্য গুঁড়া ব্রেড ক্রাম্ব
• ১ চা চামচ চিলি ফ্লেক্স
• ১/২ চা চামচ বেসিল বা শুকনো তুলসি পাতা গুঁড়ো
• ১/২ চা চামচ অরিগ্যানো
• ২টি ডিম।

jagonews24

পদ্ধতি
প্রথমে বেগুন ফিঙ্গারের সঙ্গে গোলমরিচ গুঁড়ো, লবণ, রোস্টেড জোয়ান, গুঁড়া ব্রেড ক্রাম্ব, চিলি ফ্লেক্স মাখিয়ে ১৫ মিনিট রাখুন।

এরমধ্যে রোস্টেড জোয়ান সামান্য গুঁড়ো করে ব্রেড ক্রাম্বের মধ্যে দিন। এরপর চিলি ফ্লেক্স, বেসিল বা শুকনো তুলসি পাতা গুঁড়া, অরিগ্যানো ভালো করে মিশিয়ে নিন।

ডিম ফেটিয়ে লবণ দিন। বেগুনের টুকরো ডিমের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে মাখান। হালকা-মাঝারি আঁচে ডিপ ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে মচমচে সুস্বাদু বেগুন ফিঙ্গার।

এসইউ/জেআইএম

আরও পড়ুন