ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

সহজেই তৈরি করুন তন্দুরি রোল

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৮ নভেম্বর ২০১৯

নাস্তায় কিংবা শিশুর টিফিনে রাখতে পারেন মজাদার তন্দুরি রোল। এটি খুব সহজেই তৈরি করতে পারবেন। খুব বেশি উপকরণের দরকার পড়বে না। চলুন জেনে নেই সহজেই তন্দুরি রোল তৈরির উপায়-

উপকরণ :
চিকেন ১ কেজি
রসুন বাটা ২ চা চামচ
সয়াসস ৩ টেবিল চামচ
চিলি ১/২ কাপ
টক দই ৩ টেবিল চামচ
আদা বাটা ২ চা চামচ
লবণ পরিমাণমতো
মরিচ গুঁড়া ১ চা চামচ
জর্দা রঙ পরিমাণমতো
বার্বিকিউ সস ১ টেবিল চামচ।

Tonduri-Roll-1

প্রণালি:
চিকেন সব মসলা দিয়ে মেখে জর্দার রঙ গায়ে মেখে সয়াবিন তেলের ব্রাশ করে ওভেনে ৩০ মিনিট ২০০ সেন্টিগ্রেটে বেক করুন। এবার পরোটার মধ্যে রোল করে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল তন্দুরি রোল।

এইচএন/পিআর

আরও পড়ুন