থাই চিকেন বল তৈরির রেসিপি
ইফতারে মুখরোচক ও পুষ্টিকর কিছু খেতে চাইলে পাতে রাখতে পারেন থাই চিকেন বল। এটি আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। বড়দের পাশাপাশি ছোটরাও এটি খেতে বেশ পছন্দ করবে। চলুন তবে রেসিপি জেনে নেয়া যাক-
আরও পড়ুন : পাবদা মাছের ঝোল রাঁধবেন যেভাবে
উপকরণ :
১ কেজি মুরগির কিমা
১ কাপ শুকনো ব্রেড ক্রাম্ব / বিস্কিটের গুঁড়ো
৪ টি পেঁয়াজ পাতা (কেটে নেয়া)
১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো
১ কাপ ধনে পাতা (কুচি কুচি করে কাটা)
১/৪ কাপ মিষ্টি চিলি সস
২ টেবিল চামচ লেবুর রস
সামান্য পরিমাণে লবণ
তেল প্রয়োজন অনুযায়ী।
প্রণালি :
একটি বড় বাটিতে মুরগির কিমার সাথে সব উপরকণ ভালোভাবে মিশিয়ে নিন।
এবার প্রয়োজনমতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে মাঝারি আকারের বল বানিয়ে নিন। বল তৈরি করার আগে হাত একটু ভিজিয়ে নিতে পারেন।
একটি ফ্রাইপ্যানে মাঝারি তাপে তেল গরম করে নিন।
কয়েকটি করে চিকেন বল নিয়ে ভেজে নিন যতক্ষণ না বাদামি রঙ আসে।
আরও পড়ুন : গরমে লেবুর শরবত কেন খাবেন
তৈরি হয়ে গেলে পছন্দের সসের সঙ্গে পরিবেশন করুন।
এইচএন/এমকেএইচ