ইফতারে মুখরোচক ফালাফেল তৈরি করবেন যেভাবে
ফালাফেল নামটি একটু অপরিচিত লাগতে পারে। কারণ এটি আমাদের দেশীয় খাবার নয়, এটি টার্কিশ ডিশ। ইফতারে ব্যতিক্রমী কিছু রাখতে চাইলে তৈরি করতে পারেন ফালাফেল। এটি তৈরি করা বেশ সহজ। চলুন তবে জেনে নেয়া যাক-
আরও পড়ুন : নারিকেল দুধে চিংড়ি পোলাও রাঁধবেন যেভাবে
উপকরণ :
ছোলার ডাল ৪০০ গ্রাম (সারারাত পানিতে ভিজিয়ে ছেকে নেয়া)
কাচা মরিচ ৫/৬ টা
পেয়াজ ১ টা
ধনেপাতা/পার্সলে এক মুঠ
জিরা, ধনে আর মরিচ গুঁড়া ১ চা চামচ করে
লবণ পরিমাণমতো
ময়দা ২ চা চামচ।
আরও পড়ুন : আমের ভুনা আচার তৈরির রেসিপি
প্রণালি :
সব একসাথে (ময়দা ছাড়া) মিক্সিতে পেস্ট করে নিতে হবে। ময়দা মাখিয়ে বলের সেপ করে ডুবতেলে ভাজতে হবে। সাদা তিলে গড়িয়ে নিয়েও ভাজতে পারেন। রেড অনিয়ন আর মরিচের সস দিয়ে পরিবেশন করতে হবে।
এইচএন/এমকেএইচ