ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

শুঁটকি পাতুরি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

শুঁটকির নাম শুনলে জিভে জল চলে আসে অনেক ভোজনরসিকেরই। ধোঁয়াওঠা গরম একথালা ভাতের সঙ্গে শুঁটকির যেকোনো পদ হলে তো কথাই নেই! শুঁটকি ভুনা কিংবা ভর্তা করে খেয়ে থাকেন, কিন্তু শুঁটকির পাতুরির রেসিপি অনেকেরই জানা নেই। আজ চলুন জেনে নেয়া যাক শুঁটকি পাতুরি তৈরির রেসিপি-

উপকরণ:

চ্যাপা শুঁটকি ৫০ গ্রাম
আলু কুচি ২ কাপ
পেঁয়াজ কুচি ১ কাপ
রসুন বাটা ২ টেবিল চামচ
মরিচ বাটা ৩ টেবিল চামচ
হলুদ বাটা ১ চা চামচ
আদা বাটা আধা টেবিল চামচ
ধনিয়াপাতা কুচি আধা কাপ
ফিশসস ১ টেবিল চামচ
তেল আধা কাপ
লবণ ১ চা চামচ
লাউ বা কুমড়োপাতা ১৫টি।

প্রণালি :

শুঁটকি ধুয়ে বেটে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি নরম করে ভেজে ধনেপাতা ও লাউ/কুমড়োপাতা ছাড়া সব উপকরণ দিয়ে ভুনে নিন।

এবার ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। ঠান্ডা করুন। পাতার মধ্যে পরিমাণমতো শুঁটকির পুর দিয়ে মুড়ে টুথপিক দিয়ে আটকে দিন। ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে গরম হলে ভেজে নিন। ২ পিঠ ভালোভাবে ভাজুন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা সুস্বাদু শুঁটকি পাতুরি।

এইচএন/এমকেএইচ

আরও পড়ুন