হট প্রন কারি উইথ স্টিমড রাইস
ঝটপট ক্ষুধা নিবারণের জন্য এমনকিছু চাই যা একইসঙ্গে খেতে সুস্বাদু, পুষ্টিকর আর সহজেই তৈরি করা যায়। কারণ বেশিক্ষণ ক্ষুধা জিইয়ে রাখা ঠিক নয়। এক্ষেত্রে আদর্শ একটি খাবার হতে পারে হট প্রন কারি উইথ স্টিমড রাইস। রইলো রেসিপি-
আরও পড়ুন: বিফ মাসালা রাঁধবেন যেভাবে
উপকরণ:
ছোট পাকা টমেটো আধা কেজি,
বড় চিংড়ি আধা কেজি,
মরিচ গুঁড়া আধা চা-চামচ,
রসুন ১ কোয়া,
ছোট মরিচ ৩-৪টি,
জলপাই তেল ২ টেবিল-চামচ,
ধনেপাতা কুচি ১ টেবিল-চামচ,
লবণ স্বাদমতো,
কালো গোলমরিচ ১ চা-চামচ,
চিনি প্রয়োজনমতো,
সাদা ভিনেগার ১ টেবিল-চামচ,
মাখন ৪ চা-চামচ,
যেকোনো সুগন্ধি চাল ২৫০ গ্রাম।
প্রণালি:
পাত্রে তেল গরম করে তাতে রসুন ও মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে তাতে চিংড়ি দিয়ে আরও কিছুক্ষণ গোলাপি রং করে ভেজে নিতে হবে। সাদা ভিনেগার দিয়ে ১ মিনিট জ্বাল দিতে হবে। টমেটো ও মরিচ গুড়াঁ দিয়ে কিছুক্ষণ ভেজে লবণ ও কালো গোল গোল মরিচ দিয়ে অল্প আঁচে ১০ মিনিট রাখতে হবে।
আরও পড়ুন: বিফ টিক্কা কাবাব তৈরি করবেন যেভাবে
সুগন্ধি চালের ভাত ফুটিয়ে নিতে হবে এবং রান্না শেষে গরম ভাতের ওপর মাখন ছিটিয়ে নেড়ে কিছুক্ষণ দমে রাখতে হবে। গরম ভাত পরিবেশন পাত্রে নিয়ে তার ওপর চিংড়ি কারি ঢেলে এরপর ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন।
এইচএন/জেআইএম