ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ছানার পুডিং তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯

ডিমের পুডিং খেতে ভালোবাসি আমরা সবাই। সেই পুডিং আরও বেশি সুস্বাদু হয় যদি তাতে ছানার ব্যবহার করা হয়। পরিচিত খাবারই একটু ভিন্নভাবে তৈরি করতে চাইলে জেনে নিন ছানার পুডিং তৈরির রেসিপি-

আরও পড়ুন: নবাবী সেমাই রান্না করবেন যেভাবে

উপকরণ: ছানা ১ কাপ, ডিম ৩ টা, চিনি ১ কাপ, ঘন দুধ ১ কাপ, ভেনিলা আধা চা চামচ।

আরও পড়ুন: সহজেই তৈরি করুন সুস্বাদু পাটিসাপটা পিঠা

প্রণালি: একটি বাটিতে সব উপকরণ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ক্যারামেল বাটিতে ঢেলে নিতে হবে। এবার ১ কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় একটি হাঁড়ি বসাতে হবে। এবার একটি হাঁড়ির ভেতরে স্টিলের স্ট্যান্ড রেখে তার উপর বাটি রেখে ঢাকনা দিয়ে ৩০ মিনিট ভাপে রাখতে হবে। পুডিং হয়ে গেলে নামিয়ে নিতে হবে। ঠান্ডা করে পরিবেশন করতে হবে।

এইচএন/আরআইপি

 

আরও পড়ুন