ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

এই ছবিটিই বলে দেবে আপনি কেমন চরিত্রের

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৮ নভেম্বর ২০১৮

মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীদের মতে, ব্যক্তির চারিত্রিক প্রকৃতি তার অবচেতন মনের প্রকৃতির উপর অনেকটাই নির্ভর করে। আর অবচেতন মনের চরিত্র বুঝতে তাকে সজাগ করে তোলা অত্যন্ত জরুরি। আর এই কাজে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি ভ্রম সৃষ্টিকারি বস্তু বা ছবি অত্যন্ত কার্যকরী। এই ছবিটি এমনই একটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি ভ্রম সৃষ্টিকারি ছবি, যা থেকে জেনে নেয়া সম্ভব আপনার মানসিক চরিত্র সম্পর্কে-

১. যদি ছবিতে প্রথমে ইংরেজি ‘A’ অক্ষরটি দেখতে পান তবে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা অত্যন্ত তীক্ষ্ণ আর আপনি সবার চেয়ে আলাদা একজন। আপনি জীবনের সব খুঁটিনাটি বিষয়েই লক্ষ রাখেন। তবে মাঝে মধ্যেই এই স্বভাবের কারণে বড় কোনো ঘটনা বা বিষয় আপনার নজর এড়িয়ে যেতে পারে। তবে খুঁটিনাটি বিষয়ে নজর রাখতে হয়, এমন যেকোনো পেশায় আপনি সহজেই উন্নতি করতে পারবেন।

২. যদি প্রথমে একটি গাড়ি দেখতে পান তবে নিজের স্বাধীনতা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। নতুন জায়গা দেখা, নতুন মানুষের সঙ্গে মেলামেশা, নতুন কাজ, নতুন জায়গায় ভ্রমণ ইত্যাদি বিষয়ে আপনি বেশ উৎসাহী। আপনি জীবন সহজ ও স্বাভাবিক ছন্দে কাটাতে ভালোবাসেন। জীবনে যা স্বাভাবিকভাবে আসে, তাই আপনি ভালোবাসেন। সুখ-দুঃখ সব পরিস্থিতিতেই মানিয়ে নেয়ার মানসিক দৃঢ়তা আপনার আছে।

৩. প্রথম দর্শনে যদি বাইনোকুলার হাতে একজন মানুষ দেখতে পান তবে আপনি খুবই বুদ্ধিমান, বিশ্লেষক চরিত্রের মানুষ। আপনি যুক্তিবাদী চরিত্রের একজন। বেশিরভাগ পরিস্থিতিতেই গোটা ব্যাপারটা আগে থেকেই আঁচ করতে পারেন। আপনি যেকোনো কিছু দেখেই খুব দ্রুত তা শিখে ফেলতে পারেন। যদি খুঁটিনাটি বিষয়গুলিতে লক্ষ রাখার অভ্যাস করতে পারেন, তাহলে সাফল্য ধরা দেবে খুব সহজে।

জি নিউজ/এইচএন/জেআইএম

আরও পড়ুন