পার্লারে নয়, ঘরেই করুন ফেসিয়াল স্পা
সৌন্দর্য সচেতন এখনকার প্রায় সব মানুষই। তাইতো মুখের সৌন্দর্য ধরে রাখতে নানারকম প্রচেষ্টা। তেমনই একটি উপায় হলো ফেসিয়াল স্পা। আর সেজন্য পার্লারে গিয়ে কাড়িকাড়ি টাকা খরচের দরকার পড়বে না। মুখের সৌন্দর্য বজায় রাখতে বাড়িতেই করে নিতে পারেন ফেসিয়াল স্পা।
আরও পড়ুন: তৈলাক্ত ত্বকের মেকআপ ঠিক রাখবেন যেভাবে
স্ক্রাবিংয়ের জন্য:
লেবুর রসের সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে পাঁচ মিনিট মুখে স্ক্রাব করুন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন।
মাস্কের জন্য:
আধা কাপ কোকো পাউডার, ২ চামচ টক দই, ২ চামচ মধু এবং ৩ চামচ ওটমিল পাউডার দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। সেটা মুখে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিট। শুকিয়ে গেলে সামান্য উষ্ণ পানিতে মুখ ভালো করে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন: ত্বকের ডেডসেল দূর করার উপায়
ময়েশ্চারাইজিংয়ের জন্য:
মুখের ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ছোট এক টুকরো আপেল বেটে তার সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগাতে পারেন। মিনিট পাঁচেক রেখে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।
এইচএন/জেআইএম