ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

আমের মোরব্বা তৈরি করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৬ মে ২০১৮

কাঁচা আম দিয়ে তৈরি করা যায় মজাদার সব আচার। এর বাইরেও তৈরি করা যায় জ্যাম, জেলি, মোরব্বা। মিষ্টি স্বাদের আমের মোরব্বা খেতে পছন্দ করেন সবাই। এটি বানানোও খুব সহজ। চলুন জেনে নেই কিভাবে তৈরি করবেন আমের মোরব্বা-

উপকরণ: কাঁচা আম ১০টি, চিনি ২ কাপ, পানি ১ কাপ, লবণ আধা চা-চামচ, এলাচ ৩টা, দারুচিনি ২ টুকরো, তেজপাতা ২টা, চুন ১ চা-চামচ।

প্রণালি: আমের খোসা ফেলে দুই টুকরো করে নিন, এবার টুথপিক দিয়ে আমের টুকরো ভালোভাবে ছিদ্র করে নিন, চুনের পানিতে আম ৭-৮ ঘণ্টা ভিজিয়ে রাখুন, আম তুলে পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিন, এবার চিনির সিরায় সব উপকরণ দিয়ে ফুটে উঠলে আম ছেড়ে দিন, অল্প আঁচে রাখুন, আম নরম হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বোতলে ঢুকিয়ে রাখুন।

এইচএন/জেআইএম

আরও পড়ুন