নারকেল তেলে ঠোঁটের যত্ন
ঠোঁটের শুষ্কতার সমস্যা শুধু শীতেই নয়, অনেকের ক্ষেত্রে সারা বছরই দেখা যায়। বাজারের বেশিরভাগ লিপবামে থাকা রাসায়নিক উপাদান ঠোঁটকে আরো রুক্ষ করে তোলে তাই ঠোঁট ভালো রাখতে লিপবামের পরিবর্তে ব্যবহার করুন নারকেল তেল। এতে যেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে না, তেমনই ঠোঁট থাকবে নরম ও সজীব।
আরও পড়ুন : শীতের রাতে পার্টি সাজ
নারকেল তেল দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন লিপবাম। এক চা চামচ নারকেল তেলের সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল মেশান। তাতে সামান্য মধু মিশিয়ে দিন। নিয়ম করে প্রতিদিন মিশ্রণটি ঠোঁটে লাগান।
হাতে সামান্য নারকেল তেল নিয়ে ঠোঁটে লাগান। এবার হালকাভাবে ম্যাসাজ করুন। দেখবেন, ঠোঁট আগের চেয়ে অনেক নরম হয়েছে।
আরও পড়ুন : মুখের দুর্গন্ধ দূর করবেন যেভাবে
একটি বাটিতে কয়েক ফোঁটা নারকেল তেল নিন। তাতে সামান্য লবণ মেশান। মিশ্রনটিতে তুলো ডুবিয়ে সেটি ঠোঁটে লাগান। এবার হাত দিয়ে ভালো করে ঠোঁট ঘষে নিন। কিছুক্ষণ রাখার পর ধুয়ে নিন। দেখবেন ঠোঁটের রুক্ষতা অনেকটা চলে গেছে।
এইচএন/জেআইএম