ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

চুল লম্বা করার মাস্ক

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৯:০৮ পিএম, ২১ জানুয়ারি ২০১৮

লম্বা চুল মানেই সুন্দর। দীঘল কালো লম্বা চুলের জন্য প্রসংশিত বাঙালি নারী। চুল পড়ে যাওয়া, ভেঙে যাওয়া ইত্যাদির কারণে চুল লম্বা নাও হতে পারে। আবার অনেক সময় পরিপূর্ণ পুষ্টির অভাবে চুল ঠিকভাবে বাড়ে না। সেক্ষেত্রে তৈরি করতে পারেন একটি হেয়ার মাস্ক। এর ব্যবহারে দ্রুত বাড়বে আপনার চুল-

যা লাগবে : ডিম- ১ টি, অলিভ অয়েল- ১ টেবিল চামচ, নারিকেল তেল- ১ টেবিল চামচ, মধু- ১ টেবিল চামচ।

যেভাবে বানাবেন : প্রথমেই একটি পরিষ্কার পাত্র নিন। পাত্রে অলিভ অয়েল, নারিকেল তেল এবং মধু ভালো করে মিশিয়ে নিন। সবশেষে ডিম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিন। এবার আপনার হেয়ার মাস্ক রেডি।

যেভাবে ব্যবহার করবেন : অল্প অল্প করে মাস্কটি স্ক্যাল্পে লাগিয়ে নিন। এরপর চুলেও লাগিয়ে নিন। কমপক্ষে একঘণ্টা লাগিয়ে রাখুন মাস্কটি। এক ঘন্টা পরে ঠান্ডা পানি দিয়ে চুল ভালো করে ধুয়ে নিন। মনে রাখবেন কখনো এই মাস্ক লাগানোর পর চুল গরম পানি দিয়ে ধোবেন না। ধুয়ে নেয়ার পর আপনি শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতে পারেন। ভালো ফলাফল পেতে মাস্কটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন। এক মাসের মধ্যে আপনি তাহলে আপনার চুলের পরিবর্তন লক্ষ করতে পারবেন।

এইচএন/আরআইপি

আরও পড়ুন