ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

নারকেলের ব্যতিক্রমী ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০৩ জানুয়ারি ২০১৮

পিঠা তৈরি প্রয়োজন পড়ে নারকেলের। এছাড়া সন্দেশ, নাড়ু, নানা ধরনের মিষ্টান্ন তৈরিতে নারকেল লাগেই। নারকেল তেল আমাদের চুলের যত্নে সবচেয়ে উপকারী। নারকেলের এতসব ব্যবহার ছাড়াও রয়েছে আরো অনেক ব্যতিক্রমী ব্যবহার।

তরমুজ, কমলালেবু বা সাধারণ লেবুপানিতে মিশিয়ে নিন নারকেলের পানি। খাবারের পরে এই শরবত হজমে সাহায্য করে।

সাধারণ ফ্রুট স্মুদির স্বাদ খানিক বদলে ফেলতে তাতে যোগ করুন নারকেলের পানি। সঙ্গে কুচিকুচি করে কাটা নারকেলের টুকরো।

সালাদে অলিভ অয়েলের বদলে নারকেল তেল ব্যবহার করতে পারেন। সঙ্গে অবশ্যই নারকেল কুচি।

নারকেল তেল ময়েশ্চারাইজারের কাজ করে। নারকেল তেল সোজাসুজি গায়ে না মেখে, ময়েশ্চারাইজারের সঙ্গে কয়েক ফোঁটা মিশিয়েও মাখতে পারেন।

নারকেল তেল ত্বকের জন্য খুবই উপকারি। এটি ন্যাচারাল টোনার হিসেবে কাজ করে।

নারকেল তেলে যে টোনিং প্রপার্টি থাকে, তাতে ত্বকের রোমকূপ পরিষ্কার রাখে। এর ফলে ব্রণ হয় না।

মেকআপ তোলার জন্য নারকেল তেল ব্যবহার করুন। এর ফলে ত্বকে কেমিক্যালের প্রভাব পড়ে না।

খাবারের পরে মিষ্টিমুখ করার অভ্যাস রয়েছে অনেকের। ডেজার্টের সঙ্গে নারকেল কোড়া মিশিয়ে দেখতে পারেন।

এইচএন/পিআর

আরও পড়ুন