ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ঈদে ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১১:৫৮ এএম, ২৫ মার্চ ২০২৫

পোশাকের ক্ষেত্রে সব সময়ই ছেলেদের পছন্দের তালিকার শীর্ষে থাকে পাঞ্জাবি। বাঙালি মেয়েদের দুর্বলতা যেমন শাড়ি, ঠিক তেমনি ছেলেদের দুর্বলতা পাঞ্জাবি। সময়ের পরিবর্তনে রকমারি পোশাক পাওয়া গেলেও পাঞ্জাবির জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। এবারও হয়নি ব্যতিক্রম।

ঈদ কেনাকাটায় যখন ব্যস্ত সবাই। তখনই ছেলেরা ছুটছেন পাঞ্জাবির দোকানে। ছোট-বড় সবারই পছন্দ পাঞ্জাবি। তাই কেউ নিজের জন্য, বাবার জন্য আবার কেউ ছোট ভাই ও সন্তানের জন্য বেছে নিচ্ছেন পছন্দের পাঞ্জাবিটি। এমনটি অনেক নারী তার পছন্দের মানুষটির জন্য ভিড় করছেন পাঞ্জাবির দোকানে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঈদে ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি

এবারের ঈদ পরেছে গরমের মধ্যে। তাই সবাই সুতি ও হালকা রঙের পাঞ্জাবি বেছে নিচ্ছেন। বড়দের পাশাপাশি বিক্রি হচ্ছে ছোটদের পাঞ্জাবিও। টি-শার্ট, প্যান্ট, গেঞ্জির তুলনায় পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে। রাজধানীর বেশ কয়েকটি মার্কেটের দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায় এসব তথ্য।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বেশ কয়েক বছর আগেও ঈদের পাঞ্জাবি মানেই ছিল সাদা, অফ-হোয়াইট বা হালকা রঙের সুতি কাপড়ে সাধারণ ডিজাইন। তবে বর্তমানে এসেছে ব্যাপক পরিবর্তন। ফ্যাশনে এসেছে ভিন্নতা। সময়ের সাথে প্রতিবছরই পরিবর্তন হয় পাঞ্জাবির কাট, নকশা, লেন্থ, কারুকাজ। ভিন্ন ভিন্ন ম্যাটারিয়ালের বাহারি ডিজাইনের বৈচিত্র্যময় ও নান্দনিক সব পাঞ্জাবির কালেকশন নিয়ে আসে ফ্যাশন হাউসগুলো।

ঈদে ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি

বিজ্ঞাপন

মার্কেট ঘুরে দেখা যায় জানা যায় এবার বেশি বিক্রি হচ্ছে কাতান, সিল্ক, লিনেন বা জামদানি প্যাটার্নের পাঞ্জাবি। এ ছাড়া তরুণরা বেশি কিনছেন কুর্তা স্টাইল, চায়নিজ কলার, স্ট্যান্ড কলার ও ডিজিটাল প্রিন্টের পাঞ্জাবি।

ঈদ উপলক্ষে রাজধানীর শাহবাগের আজিজ সুপারমার্কেটের ফ্যাশন হাউসগুলো সেজেছে ভিন্নরূপে। এখানে রয়েছে বাহারি সব পাঞ্জাবির কালেকশন। এছাড়া অন্যান্য মার্কেটের তুলনায় এখানে দাম কম। ৭০০-২ হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে মানসম্মত পাঞ্জাবী।

এছাড়া রাজধানীর বড় বড় শপিংমলগুলোতেও রয়েছে ডিজাইনার সব পাঞ্জাবির কালেকশন। এমনকি মালিবাগ, মৌচাক, সদরঘাট, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, গুলিস্তানসহ নানা ব্র্যান্ডের ফ্যাশন হাউসগুলোর শোরুমে পাওয়া যাচ্ছে বাহারি সব পাঞ্জাবি।

বিজ্ঞাপন

জেএস/জেআইএম

বিজ্ঞাপন