বিচারপতি নাজমুল আহাসান মিজানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান মিজানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তার মৃত্যু দিবস।
এর আগে, ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
- আরও পড়ুন
স্বতন্ত্র প্রসিকিউশন ও সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপনের বিকল্প নেই
আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৬ ফেব্রুয়ারি
১৯৮৬ সালের ১৮ মার্চ বরিশাল জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন নাজমুল আহাসান মিজান। তিনি ১৯৯৪ সালের ২২ জানুয়ারি হাইকোর্ট বিভাগের ও ২০০৭ সালের ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। মাঝে কিছুদিন তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান নাজমুল আহাসান মিজান। পরে ২০১২ সালের ১৫ এপ্রিল তিনি বিচারপতি পদে স্থায়ী হন। সবশেষে ২০২২ সালের ৮ জানুয়ারি এফ আর এম নাজমুল আহাসান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে ও বিচার বিভাগে নিয়োগ পাওয়ার আগে আইনপেশার পাশাপাশি দীর্ঘ সময় এফ আর এম নাজমুল আহাসান মিজান বাম ধারার রাজনৈতিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধেও তিনি বরগুনা ও স্বরূপকাঠির পেয়ারাবাগান এলাকায় অংশ নেন ততকালীন বাম ধারার ছাত্র নেতাদের সাথে। আজীবন প্রগতিশীল, ন্যায় ও সততার ধারক বাহক এই মানুষটি আইনজীবী, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে ছিলেন সুপরিচিত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এফএইচ/এমআরএম/জেআইএম
বিজ্ঞাপন