খন্দকার মাহবুব হোসেন স্মরণে সুপ্রিম কোর্ট বারে দোয়া
প্রবীণ আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত খন্দকার মাহবুব হোসেনের রুহের শান্তি কামনা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) বাদ আসর তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খন্দকার মাহবুব হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শতাধিক আইনজীবী অংশ নেন। তারা মরহুমের জন্য দোয়া করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।
দোয়া মাহফিলে অংশ নেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র গাজী কামরুল ইসলাম সজল, মো. শিশির মনির, মোস্তাফিজুর রহমান, এম মাসুদ রানা ও একে খান উজ্জল প্রমুখ।
এসময় জয়নুল আবেদীন বলেন, খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। আমরা আজ তার জন্য দোয়া করলাম। সবাই তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেছি।
প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ২০২২ সালের ৩১ ডিসেম্বর দিনগত রাত পৌনে ১১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৯৩৮ সালের ২০ মার্চ বরগুনার বামনায় তার জন্ম। বাবা খন্দকার আবুল হাসান ছিলেন একজন শিক্ষাবিদ। মাহবুব হোসেন ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। ১৯৬৪ সালে স্নাতকোত্তর শেষ করে যুক্ত হন আইন পেশায়।
তিনি ১৯৬৭ সালে হাইকোর্টের ও ১৯৮৮ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ছিলেন খন্দকার মাহবুব হোসেন।
তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে চারবার নির্বাচিত হন। এছাড়াও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পদে দুইবার দায়িত্ব পালন করেন।
এফএইচ/এমকেআর/জিকেএস