ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ইজতেমা মাঠে সংঘর্ষ

সাদপন্থি শীর্ষ নেতাসহ ২৫ জনের জামিন শুনানি জানুয়ারিতে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪

ইজতেমা মাঠে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের শীর্ষ নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৫ জনের বিষয়ে করা জামিন আবেদনটি ফেরত দিয়েছেন হাইকোর্ট।

তবে আগামী বছরের জানুয়ারি মাসে হাইকোর্টের নিয়মিত বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে শুনানি গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শুনানির শুরুতে আদালত এ বিষয়ে অবকাশের পর হাইকোর্টের নিয়মিত বেঞ্চে শুনানি করতে বলেন। তখন আবেদনটি ফেরত দেওয়া হয়। পরে আসামিপক্ষের আইনজীবী শাহিন হাওলাদার বলেন, অবকাশের ছুটির পর নতুন কোনো বেঞ্চে জামিন আবেদনটি আবার উপস্থাপন করা হবে।

আরও পড়ুন

হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসামিদের পক্ষে এই জামিন আবেদন করা হয়।

গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনায় ১৯ ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন মাওলানা জুবায়েরের অনুসারী এস এম আলম হোসেন নামে এক ব্যক্তি। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল গ্রামের মৃত এস এম মোক্তার হোসেনের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলার আলমি শুরার সাথী।

মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকশ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— সাদ অনুসারীদের প্রধান মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম আনু, আবদুল্লাহ মনসুর, কাজী এরতেজা হাসান, মোয়াজ বিন নূর, জিয়া বিন কাশেম, আজিমুদ্দিন, আনোয়ার আবদুল্লাহ, শফিউল্লাহ প্রমুখ। আসামিরা সবাই সাদ অনুসারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

এফএইচ/ইএ/এমএস