ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

রিমান্ড শেষে সাবেক এমপি নদভী কারাগারে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪

লালবাগ থানায় শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নদভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ’র আদালত চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া এলাকার এই সাবেক এমপিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক সাজ্জাদ হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন

এর আগে রোববার (১৫ ডিসেম্বর) রাতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। পরদিন সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফজুর রহমানের আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

খালিদ হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

জেএ/ইএ