ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

বিচারকদের সুদমুক্ত ঋণ ও গাড়ি সেবা নগদায়নে ব্যবস্থার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪

প্রধান বিচারপতির নির্দেশনার আলোকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের (বিচারকদের) সুদমুক্ত ঋণ ও গাড়ি সেবা নগদায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবকে ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার সই করা এ সংক্রান্ত একটি চিঠি গত ১ ডিসেম্বর অর্থ বিভাগের সচিব বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে গত ২১ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও সারাদেশ থেকে আসা জেলা আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারকদের উদ্দেশে অভিভাষণ দেন। ওই অভিভাষণে প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে একটি রোডম্যাপ ঘোষণা করেন।

এতে আরও বলা হয়, ওইদিন অভিভাষণে প্রধান বিচারপতি উল্লেখ করেন, অধস্তন আদালত ট্রাইব্যুনালে কর্মরত বিচারকদের প্রজাতন্ত্রের অন্য কর্মকর্তাদের তুলনায় যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা সম্বলিত পর্যাপ্ত গাড়ি বরাদ্দ দেওয়া হয় না, যা এক ধরনের বৈষম্য। বর্তমানে অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার নিচে কোনো বিচারকের জন্য পৃথক গাড়ি নেই, এমনকি ওই পদের সব বিচারকদের জন্য গাড়ি বরাদ্দ নেই। উপজেলা পর্যায়ে অবস্থিত চৌকি আদালতের বিচারকদের অবস্থা আরও শোচনীয়। তাদের সরকারি বাহন, বাসস্থান ও নিরাপত্তা কোনোটিই নেই।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের সুদমুক্ত ঋণ ও গাড়ি সেবা নগদায়ন নীতিমালা জারির নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওইদিন প্রধান বিচারপতি সদয় নির্দেশনা দেন। যার ধারাবাহিকতায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে দেওয়া চিঠিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের সুদমুক্ত ঋণ ও গাড়ি সেবা নগদায়ন নীতিমালা জারির নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সচিবকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এফএইচ/এমকেআর/জিকেএস