বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজ সম্পাদক মাজম
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) সভাপতি পদে রমিজউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে মাজম আলী খান নির্বাচিত হয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) ঢাকা ট্যাকসেস বার হল রুমে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় তাদের নির্বাচিত করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবদুর নূর, এস এম মিজানুর রহমান দুলাল, আলহাজ্ব মো. মুসা, মোস্তফা কামাল মনসুর, খান মো. মনিরুজ্জামান, মো. ফজলে করিম, কাজী মোস্তাফিজুর রহমান, আবুল ফজল, এস এম এনায়েত করিম, এ বি এম মহিউদ্দিন চৌধুরী বাবর ও রুহুল আমিন ভুইয়া। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মো. জাফর উল্লাহ, কোষাধ্যক্ষ নুরুল্লাহ ভূইয়া বেলাল, সহ-সাধারণ সম্পাদক পদে এ টি এম রাশেদ বাবু, মো. জাহাঙ্গীর আলম খান, মো. সোলায়মান, এহতেশাম আলম চৌধুরী পাপ্পু, মো. আমিনুর রহমান, মো. মোতাসির মামুন, মজলুম হোসাইন প্রামানিক, মো. মিজানুর রহমান, রাজিউল কবির, ইসমাইল হোসেন সিরাজ, আজিজুল হক সোহাগ নির্বাচিত হয়েছেন।
- আরও পড়ুন
কেউ যেন ন্যায়বিচার বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে
আইনজীবী সাইফুল হত্যা মামলায় প্রধান আসামি সাতদিনের রিমান্ডে
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ইমাম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আব্দুল হালিম মন্টু, তথ্য ও প্রচার সম্পাদক পদে মো. নূর নবী পাটোয়ারী, লিগ্যাল এইড ও সোশ্যাল ওয়েলফেয়ার সম্পাদক পদে মো. আশরাফ উদ্দিন খান, অফিস সসম্পাদক পদে মো. জামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
বিশেষ সাধারণ সভায় সমগ্র বাংলাদেশের জেলা কর আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, আইনজীবী নেতৃবৃন্দ এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্বাচিত কমিটির সভাপতি রমিজউদ্দিন আহমেদ বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় সারা দেশ থেকে আগত ট্যাক্স ল’ইয়ারদের ধন্যবাদ জানাই। রাজনীতির ঊর্ধ্বে রেখে এই সংগঠন পরিচালনা করে জনগণের জন্য কাজ করতে চাই। সরকারের রাজস্ব আহরণে সর্বাত্মক চেষ্টা করাবো এবং মানুষের মধ্যে আয়কর সম্বন্ধে জনসচেতনতা সৃষ্টি করতে কাজ করবো।
জেএ/কেএসআর/জেআইএম