ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিত

কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিনের বিরুদ্ধে অভিযোগপত্র

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ঢাকা-৩ আসনের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোসলেম রেজাকে লাঞ্ছিতের অভিযোগে করা মামলায় কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক আবুল হাসান গত ১৯ সেপ্টেম্বর আদালতে এ অভিযোগপত্র দেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৮ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি শুনানির জন্য ধার্য রয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন চলাকালে লাঞ্ছিতের ঘটনায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় প্রিজাইডিং অফিসার মোসলেম রেজা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নির্বাচন আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়। প্রিজাইডিং অফিসার মোছলেম রেজা কেরানীগঞ্জ জেলার পল্লী বিদ্যুৎ উন্নয়নের সমিতির এজিএম হিসেবে কর্মরত ছিলেন।

জেএ/এমকেআর/জিকেএস