হলমার্কের জেসমিনকে জামিন দেননি সর্বোচ্চ আদালত
দুর্নীতির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জেসমিনের করা আবেদনের শুনানি তিন মাসের জন্য মুলতবি করে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আদেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ।
আদালতে আজ জেসমিনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। আর দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আসিফ হোসাইন।
ভুয়া লেটার অব ক্রেডিট খুলে জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেসমিনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় ২০১৯ সালের ১০ মার্চ জেসমিনকে জামিন দেন হাইকোর্ট। তবে দুর্নীতি দমন কমিশনের করা আপিলের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একই বছরের ১৬ জুন হাইকোর্টের জামিন আদেশ বাতিল করে এবং জেসমিনকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
পরে ২০২২ সালের ৩০ আগস্ট জেসমিন ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মামলায় জেসমিনের জামিন আবেদন খারিজ করেন। সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে জামিন চান জেসমিন।
এফএইচ/ইএ/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ আইনজীবী হত্যা: চট্টগ্রামে আদালতে আজও চলছে কর্মবিরতি
- ২ অর্থ আত্মসাৎ: খালাস পেলেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ
- ৩ মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- ৪ চট্টগ্রামের ঘটনায় ৩ মামলা, গ্রেফতার ৩৩: হাইকোর্টে রাষ্ট্রপক্ষ
- ৫ চট্টগ্রাম প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল