ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ইলেকট্রিশিয়ান হত্যা মামলায় সাবেক এমপি সিরাজ গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৫ নভেম্বর ২০২৪

রাজধানীর মোহাম্মদপুরে শামীম হাওলাদার নামে এক ইলেকট্রিশিয়ানকে গুলি করে হত্যা মামলায় নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (২৫ নভেম্বর) তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১১ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর আসাদ গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান। এ ঘটনায় শামীমের ফুফাতো ভাই জাকির হোসেন মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

জেএ/এসআইটি/জিকেএস