ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

হাত হারানো শিশু নাঈমকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণের রায় বহাল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৩ পিএম, ১৯ নভেম্বর ২০২৪

২০২০ সালে কিশোরগঞ্জের ভৈরবে কারখানায় কাজ করতে গিয়ে হাত হারানো শিশু নাঈমের পরিবারকে ক্ষতিপুরণের ৩০ লাখ টাকা দিতে দিতেই হবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আপিলের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার( ১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই আদেশ দেন।

আইনজীবী জানান, হাত হারানো শিশু নাহিদকে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে হাইকোর্টের রায় আপিল বিভাগেও বহাল রইলো। এর ফলে টাকা দিতেই হবে।

এফএইচ/এমআইএইচএস/জেআইএম