ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

শিক্ষার্থী হত্যা: সাবেক এমপি মুকুলকে কারাগারে আটক রাখার আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:০২ পিএম, ১৪ নভেম্বর ২০২৪

রাজধানীর মিরপুরে কলেজ শিক্ষার্থী নাহিদুল হত্যা মামলায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর থানার সাব ইন্সপেক্টর মো. আল আমিন তালুকদার। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে র্যাব-২ এর সদস্যরা মুকুলকে গ্রেফতার করে।

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর গোলচত্বর এলাকায় শিক্ষার্থী নাহিদুল ইসলাম গুলিতে নিহত হন। নাহিদুল মিরপুরের একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় গত ২৭ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে নাহিদুল ইসলামের ভাই সবুজ একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনকে আসামি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মিরপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। গত ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানা মামলাটি এজহার হিসেবে গ্রহণ করেন।

জেএ/এসআইটি/জিকেএস