ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৬ নভেম্বর ২০২৪

শপথ নিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া চার সদস্য। তারা হলেন, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ এস এম গোলাম হাফিজ, ড. এম সোহেল রহমান ও ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা। এর আগে ৩১ অক্টোবর তাদের নিয়োগ দেওয়া হয়।

গত ৮ অক্টোবর পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য পদত্যাগপত্র জমা দেন। এরপর চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেম ও সদস্য হিসেবে নুরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. নাজমুল আমিন মজুমদার, মো. সুজায়েত উল্লাহকে নিয়োগ দেওয়া হয়। তাদের ১৫ অক্টোবর শপথ পড়ানো হয়েছিল।

এফএইচ/এমকেআর/জিকেএস