ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

সাবেক প্রতিমন্ত্রী শহিদুজ্জমান ৪ দিনের রিমান্ডে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৮ পিএম, ৩১ অক্টোবর ২০২৪

গুলি করে বিএনপির কর্মী মকবুলকে হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহিদুজ্জামান সরকারের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। এরপর তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

এসময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তার জামিন নামঞ্জুর করে চারদিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার রাতে ঢাকার উত্তরা এলাকার একটি বাড়ি থেকে সাবেক এই প্রতিমন্ত্রীকে গ্রেফতার করা হয়।

২০২২ সালের ১০ ডিসেম্বর তৎকালীন সরকারের পতনে এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবিপ্রধান হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান ও ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় এজাহারনামীয় ৫৩ নম্বর আসামি হলেন শহিদুজ্জামান সরকার।

জেএ/এমকেআর/জিকেএস