ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

শেখ হাসিনাসহ ৪২ জনের নামে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২১ অক্টোবর ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ এনে হুমায়ুন কবির নামে এক ব্যবসায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অ্যাডভোকেট আমানুল্লাহ আদিব এই আবেদন দায়ের করেন।

আইনজীবীরা জানান, গুমের অভিযোগে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪২ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন হুমায়ূন কবির নামে এক ব্যবসায়ী।

আসামির তালিকায় আরও রয়েছেন-সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা।

হুমায়ূন কবির আরও জানান, ২০১৮ সালের ২৭ অক্টোবর তাকে তুলে নিয়ে ১১ দিন আয়নাঘরে বন্দি করে রাখা হয়। এসময় তাকে বৈদ্যুতিকশক, হাত-পা, চোখ বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করা হয়।

এছাড়া আওয়ামী লীগের আমলে ছাত্রশিবিরের গুম হওয়া ছয় নেতাকর্মীর সন্ধান চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে তাদের পরিবার।

এফএইচ/এমআইএইচএস/জেআইএম