তাপসের আদালত অবমাননা: শুনানি হবে আপিল বিভাগে
বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে সর্বোচ্চ আদালতে।
সাবেক এই মেয়রের বিরুদ্ধে করা অভিযোগটি ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে খারিজ করেছিলেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ। তবে সাবেক মেয়রের বিরুদ্ধে অভিযোগটি পুনরায় শুনানির (রেস্টর) আবেদন করলে মঙ্গলবার তা মঞ্জুর করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহাবুব।
এই আইনজীবী সাংবাদিকদের বলেন, শেখ ফজলে নূর তাপস এক বক্তব্যে বলেছিলেন, ‘মনটা চায় আবার ইস্তফা দিয়ে ফিরে আসি। যেখানে মুগুর দেওয়ার সেটাও জানি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম।’
মেয়র থাকাকালে ব্যারিস্টার তাপসের দেওয়া এ বক্তব্যকে আদালত অবমাননাকর উল্লেখ করে তাকে সর্বোচ্চ আদালতে তলবের নির্দেশনা চেয়ে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আহমদ বাদল। পরে সাবেক এই মেয়রের বিরুদ্ধে করা অভিযোগটি ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে খারিজ করে দেওয়া হয়।
এফএইচ/এমএইচআর/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ চাঁদাবাজির সত্যতা মেলেনি: তারেক রহমানসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ
- ২ শিবিরের ৪ নেতাকে হাত ও চোখ বেঁধে গুলি করে পঙ্গু করা হয়
- ৩ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ৪ সমাজসেবা অধিদপ্তরের ডিজিকে সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
- ৫ যুবদল নেতা হত্যা: রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শেখ জামাল