ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কারিকুলাম স্থগিত চেয়ে রিট

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৭ আগস্ট ২০২৪

মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষা কারিকুলাম করা হয়েছে তা সংস্কার ও ২০২৫ সাল থেকে সেই কারিকুলাম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করা এই রিটে কারিকুলাম প্রণয়নের সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান রিটটি করেছেন। রিটে শিক্ষা সচিব, এনসিটিবির চেয়ারম্যান ও মাউসির মহাপরিচালকে বিবাদী করা হয়েছে।

এফএইচ/ইএ/জিকেএস