ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

কোটা আন্দোলনে নিহতদের ময়নাতদন্ত: নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০৩ আগস্ট ২০২৪

কোটা আন্দোলনকে কেন্দ্র করে গুলিতে নিহতের ঘটনায় শিক্ষার্থীসহ দেড়শ (১৫০) জনের মরদেহের ময়নাতদন্ত না করার বিষয়ে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তার চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার(১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক ও অ্যাডভোকেট সেলিনা আক্তার এই রিটটি করেন।

রিটে ফৌজধারী আইন অনুযায়ী কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকার স্বীকৃত শিক্ষার্থীসহ দেড়শ জনকে গুলি করে হত্যার পর ময়নাতদন্ত (সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত) না করায় সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা চ্যালেঞ্জ করে কেন তাদের কার্যক্রম বেআইনি ঘোষণা করা হবে না তার নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে। একই সঙ্গে, রুল জারির আর্জি জানানো হয়েছে দায়ের করা রিটে।

আরও পড়ুন

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বিবাদী করা হয়েছে। রিটের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক।

এফএইচ/এসআইটি/এমএস