ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

১৭ বছরের ফাইয়াজের রিমান্ড বাতিল, উন্নয়ন কেন্দ্রে পাঠালেন আদালত

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৫ পিএম, ২৮ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলন নিয়ে পুলিশের করা একটি মামলায় গ্রেফতার ঢাকা কলেজের এইচএসসি প্রথমবর্ষের ১৭ বছরের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের রিমান্ড বাতিল করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) বিকেলে আইন মন্ত্রণালয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়, ঢাকা সিএমএম আদালতে অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসেবে দাবির স্বপক্ষে বয়স প্রমাণক (এসএসসি ও জন্ম সনদ) দাখিল করায় আদালত তার রিমান্ড স্থগিত করেছেন। একই সঙ্গে অভিযুক্তের বয়স নির্ধারণের বিষয়ে শুনানি ও আদেশের জন্য সংশ্লিষ্ট শিশু আদালতে পাঠানো হয়।

শিশু আদালত আজই শুনানি শেষে অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসেবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল করে এবং তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন

এর আগে ফাইয়াজকে ২৭ জুলাই ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এদিন অভিযুক্তকে শিশু হিসেবে দাবি করা হলেও তার পক্ষে বয়স প্রমাণক উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় আদালত রিমান্ড মঞ্জুর করেছিলেন।

এফএইচ/এমআইএইচএস/এমএস