সুপ্রিম কোর্টে বিচারকার্যক্রম দেখলেন ভুটানের বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে বসে বিচারকাজ দেখছেন ভুটানের হাইকোর্টের বিচারপতি লোবজাং রিনজিন ইয়ার্গে।
রোববার (৯ জুন) সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তিনি আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাস কক্ষের প্রথম সারিতে আইনজীবীদের সঙ্গে বসে বিচারকাজ দেখেন। এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাকে স্বাগত জানান এবং উপস্থিত আইনজীবীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন জুডিশিয়ারি অ্যাক্রোশ দ্য বর্ডারস (২১ ফাস্ট সেঞ্চুরি চ্যালেঞ্জেস অ্যান্ড এক্সপেরিয়েন্স ফর্ম দ্য হিমালয়াস অ্যান্ড বিয়ন্ড)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছেন ভুটানের হাইকোর্টের বিচারপতি লোবজাং রিনজিন ইয়ার্গে।
এর আগে শনিবার (৮ জুন) বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যক্তির মানবাধিকার রক্ষায় আইনের শাসন খুবই গুরুত্বপূর্ণ। এটি শক্তিশালী গণতন্ত্রের মূলভিত্তি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, দুটি গুরুত্বপূর্ণ মূলনীতি যথা— কেউ আইনের ঊর্ধ্বে নয় ও সবাই আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, বাস্তবায়ন করা না হলে আইন ন্যায়বিচারের পরিবর্তে অবিচারের উৎস হয়ে ওঠে। তিনি তার বক্তব্যে ভুটানের বিচার ব্যবস্থার অগ্রগতি ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
এফএইচ/জেএইচ/এএসএম
বিজ্ঞাপন
সর্বশেষ - আইন-আদালত
- ১ আরব বিশ্ব চুপ থাকলেও বাঙালি মুসলমান চুপ করে নেই
- ২ র্যাবের সাবেক কর্মকর্তা সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- ৩ তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি জব্দ, অ্যাকাউন্ট-শেয়ার অবরুদ্ধ
- ৪ জনপ্রশাসনের সাবেক সচিবের ছেলের ৫৪ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- ৫ তারকাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ