ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

বঙ্গবন্ধুর সমাধিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩৬ এএম, ১৩ মে ২০২৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) নেতারা।

রোববার (১২ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শাহ মুঞ্জুরুল হকের নেতৃত্বে আইনজীবীরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।

এসময় আইনজীবীরা বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে সই করেন আইনজীবী সমিতির নেতা ও আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ছাড়াও এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট রমজান আলী শিকদার ও অ্যাডভোকেট দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ও ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। আরও উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. বেলাল হোসেন, অ্যাডভোকেট মো. রায়হান রনি, অ্যাডভোকেট রাশেদুল হক খোকন ও অ্যাডভোকেট খালেদ মোশাররফসহ আওয়ামী লীগপন্থি আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা ও সদস্যরা।

এদিন আরও উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও সিনিয়র অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, সিনিয়র অ্যাডভোকেট রবিউল আলম বুদু, সিনিয়র অ্যাডভোকেট এম সাঈদ আহমেদ রাজা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. জগলুল কবির।

এফএইচ/কেএসআর