ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা শুক্রবার, আসন বিন্যাস প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ০৯ মে ২০২৪

দেশের উচ্চ আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা শুক্রবার (১০ মে) বিকেল ৩ টা থেকে অনুষ্ঠিত হবে। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এরই মধ্যে লিখিত পরীক্ষার কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির ভাষ্যমতে, হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা শুক্রবার (১০ মে) অনুষ্ঠিত হবে। এদিন রাজধানীর বি এ এফ শাহীন কলেজে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র, অনলাইনে প্রবেশপত্র সংগ্রহসহ অন্যান্য নির্দেশনা সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে।

এদিকে, হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ১৫ জন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

এফএইচ/এমএএইচ/এমএস