ঋণখেলাপির দায়ে জেসিকা গ্রুপের এমডির কারাদণ্ড
চট্টগ্রামে ৮৯ কোটি টাকা ঋণখেলাপির মামলায় জেসিকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও তার স্ত্রীকে পাঁচ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ এপ্রিল) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্যবসায়ী জসীম উদ্দিন আহমদ ও তার স্ত্রী তানজিনা সুলতানা জুহি। এদিন তারা আদালতে হাজির না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে পরোয়ানা জারি হতে পারে।
জসীম উদ্দিন আহমদের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া বদুরপাড়া এলাকায়। তিনি স্থানীয় মনির আহমেদ বাড়ির মফজল আহমদের ছেলে। জসীমের নেওয়া ঋণের গ্যারান্টার ছিলেন তার স্ত্রী তানজিনা সুলতানা জুহি।
আদালত সূত্রে জানা গেছে, কারাদণ্ডের আগে অভিযুক্তদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারিসহ তাদের নামে থাকা বিপুল সম্পদ জব্দ করার জন্য একই আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছিল।
এএজেড/কেএসআর