ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নেতা জুয়েল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১৭ এপ্রিল ২০২৪

বিএনপির কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৭ এপ্রিল) সাজা হওয়া দুই মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে থাকা পুরোনো দুই শতাধিক মামলার মধ্যে পাঁচটি মামলায় সাড়ে ১৫ বছর সাজা দেন আদালত। এরমধ্যে আজ পল্টন থানার সাজা হওয়া দুই মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পৃথক দুই আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এছাড়া পুরোনো মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এছাড়া তিনি স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক।

জেএ/জেডএইচ/এমএস