সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবদুল আউয়াল মারা গেছেন
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত সাবেক বিচারপতি আবদুল আউয়াল (৮৯) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
আপিল বিভাগের রেজিস্ট্রার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুরে বাদ জোহর সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে বিচারপতি আবদুল আউয়ালের জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে বিচারপতি আবদুল আউয়ালের মৃত্যুতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এফএইচ/এমআরএম/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাসান আরিফ তার কর্মের মধ্যদিয়ে বেঁচে থাকবেন: অ্যাটর্নি জেনারেল
- ২ লিভ টুগেদারের পক্ষে বক্তব্য দেওয়ায় স্বাগতাকে আইনি নোটিশ
- ৩ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহির স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৪ এস কে সিনহাকে দেশে ফেরানোর দাবি ব্যারিস্টার খোকনের
- ৫ আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ