হারুন-অর-রশিদের সাক্ষ্য পুনরায় গ্রহণের আবেদন
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের তদন্ত কর্মকর্তা (সাবেক) হারুন-অর-রশিদ এর সাক্ষ্য পুনরায় গ্রহণের আবেদন করেছেন খালেদা জিয়া। রোববার সকালে খালেদা জিয়া আদালতে উপস্থিতিতে আইনজীবী সানাউল্লাহ মিয়া এ আবেদন করেন।
পরে পুনরায় সাক্ষ্য গ্রহণের আবেদনের উপর প্রথমে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী শুনানি করেন। রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল শুনানি করছেন।
অন্যদিকে, মামলায় পুলিশের তদন্ত ডায়ারি চেয়ে খালেদা জিয়ার আরো আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
এদিকে, খালেদা জিয়ার আদালতে আত্মসমর্পণকে কেন্দ্র করে আদালত পাড়া ও আশাপাশের এলাকা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা বিভাগের সদস্যরা পুরো এলাকা জুড়ে অবস্থান করছেন।
এছাড়া খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ব্যরিস্টার জমির উদ্দিন, খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আইনজীবী নিতাই রাইসহ প্রায় অর্ধশতাধিক আইনজীবীসহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী আদালতে উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল মামলার দুই আসামি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেন। সেদিন খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন করেন তার আইনজীবীরা।
আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১৭ এপ্রিল আত্মপক্ষের সমর্থন ও যুক্তি উপস্থাপনের জন্য বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন।
এফএইচ/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ স্ত্রীসহ সাবেক ডিএমপি কমিশনার ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ২ স্ত্রীসহ সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের ৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ৩ নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৪ অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫
- ৫ চাঁনখারপুলে গণহত্যা: কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা