আদালতে খালেদা জিয়া
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করতে আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। রোববার সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছান তিনি। এর আগে সকাল পৌনে ১০টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে আদালতের উদ্দেশে রওয়ানা দেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার আত্মসমর্পণকে কেন্দ্র করে আদালত পাড়া ও আশাপাশের এলাকা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা বিভাগের সদস্যরা পুরো এলাকা জুড়ে অবস্থান করছেন।
অন্যদিকে, খালেদা জিয়ার আদালতে যাওয়াকে কেন্দ্র করে সকাল থেকে আইনজীবী ও দলের সিনিয়র নেতারা আদালতে উপস্থিত রয়েছেন।
এর আগে, গত ৭ এপ্রিল মামলার দুই আসামি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেন। সেদিন খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন করেন তার আইনজীবীরা।
আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১৭ এপ্রিল আত্মপক্ষের সমর্থন ও যুক্তি উপস্থাপনের জন্য বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন।
এএস/এফএইচ/আরএস/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ ভারতের কাছে বাদল ফরাজীর মায়ের এক কোটি ডলার ক্ষতিপূরণ দাবি
- ২ ধর্ষণের পর ইউপি সদস্যকে হত্যা: জড়িতদের শাস্তি দাবি এমএসএফের
- ৩ মা-নবজাতকের মৃত্যু: ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
- ৪ ভারত থেকে অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধ চেয়ে লিগ্যাল নোটিশ
- ৫ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতান মাহমুদকে হত্যার হুমকির অভিযোগ