ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

অবৈধ সম্পদ

স্ত্রীসহ সিভিল এভিয়েশনের সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে প্রতিবেদন ২ জুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:২৬ পিএম, ২৫ মার্চ ২০২৪

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিভিল এভিয়েশনের সাবেক সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম ও তার স্ত্রী মাসুদা ইসলামের বিরুদ্ধে করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ জুন দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেন মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এদিন ধার্য করেন।

সোমবার (২৫ মার্চ) দুর্নীতি দমন কমিশনের ঢাকার আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা যায়।

এর আগে ২০ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা করেন সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন। আসামিদের বিরুদ্ধে ৪৯ লাখ ৩৭ হাজার ৭৩২ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৮ লাখ ১৪ হাজার ৬৭৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। আসামিদের নামে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা, ২৬(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মাসুদা ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক থেকে তার নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি হয়। এর পরিপ্রেক্ষিতে আসামি মাসুদা ইসলাম ২০১৭ সালের জানুয়ারি মাসে সম্পদ বিবরণী দাখিল করেন। যেখানে তিনি ১৮ লাখ ১৪ হাজার ৬৭৪ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সম্পদ বিবরণী বিশ্লেষণ করে দেখা যায় আসামি মাসুদা ৪৯ লাখ ৩৭ হাজার ৭৩২ টাকা জ্ঞাত আয়-বহির্ভূত অর্জন করেছেন।

আসামি মাসুদা ইসলাম গৃহিণী। তার নামে আলাদা আয়কর নথি থাকলেও তিনি স্বামীর আয়ের ওপর নির্ভরশীল। অর্থাৎ আসামি মাসুদা ইসলাম তার স্বামী মো. নজরুল ইসলামের সহায়তায় অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতাদানের অসৎ উদ্দেশ্যে নিজ নামে জ্ঞাত আয়-বহির্ভূত টাকার সম্পদ অর্জন করে তা ভোগ দখল করেছেন।

জেএ/এসএনআর/জেআইএম