শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে টিপুকে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ভাষাসৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে নিউ বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের নিজ বাসায়।
শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
গোলাম আরিফ টিপুর মেয়ে ডানা নাজলী জাগো নিউজকে বলেন, নিউ বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তারপর নেওয়া হবে কমিউনিস্ট পার্টির অফিসে। এরপরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দাফন সম্পন্ন হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।
আরও পড়ুন
সকাল সোয়া ৮টার দিকে এই প্রবীণ আইনজীবী ও ভাষাসৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু মারা যান। ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
তিনি আরও জানান, গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। শ্বাসকষ্টজনিত রোগে তার মৃত্যু হয়।
এফএইচ/এসএনআর/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ গুলশানে গুলির ঘটনা ঘটেনি, ফুটেজ দেখার অনুরোধ সাবেক ওসি মাজহারের
- ২ ২১ আগস্ট গ্রেনেড হামলা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ৩ ‘জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের টার্গেট কিলিং করা হচ্ছে’
- ৪ বেনজীর ও মতিউর পরিবারের বিরুদ্ধে ৬ মামলার প্রতিবেদন ১১ মার্চ
- ৫ আদালত-বিচারকের নিরাপত্তায় কী ব্যবস্থা, জানতে চেয়ে চিঠি