শবে বরাত নিয়ে বক্তব্য: আকরামুজ্জামানের বিরুদ্ধে মামলা
পবিত্র শবে বরাত নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় ইসলামি বক্তা শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
রোববার (৩ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মামলাটি করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
পবিত্র শবে বরাত নিয়ে শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ ধরনের বক্তব্য দেওয়ায় আদালতে এ মামলা দায়ের করা হয়।
জেএ/এমআইএইচএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ ট্রাইব্যুনালে গুম-নির্যাতনের অভিযোগ দিলেন শিবিরের ৭ নেতাকর্মী
- ২ হাসিনার ২ উপদেষ্টা ও ১০ সাবেক মন্ত্রীর ট্রাইব্যুনালে হাজিরা কাল
- ৩ কারাগারে পাঠানোর আদেশ শুনে পালালো আসামি, পুলিশের ২ সদস্য বরখাস্ত
- ৪ খালেদা জিয়াসহ আটজনের মামলায় আরও সাতজনের সাক্ষ্য
- ৫ হত্যাচেষ্টা মামলায় দেশ টিভির এমডি আরিফ ২ দিনের রিমান্ডে