মানবতাবিরোধী অপরাধ
মহেশখালীর ১১ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক ১১ ফেব্রুয়ারি
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালীর ১১ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যাুনাল।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তাসহ (আইও) মোট ৩৩তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করা হয়েছে। এরপর আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের জন্য দিন ঠিক করেন। তারই ধারাবাহিকতায় মামলায় যুক্তিতর্কের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
আদালতে এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর রানাদাস গুপ্ত। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আব্দুস সুবহান তরফদার ও আবদুস সাত্তার পালোয়ান।
প্রসিকিউটর রানা দাসগুপ্ত জাগো নিউজকে বলেন, মামলায় মোট আসামি ছিলেন ১৮ জন। এর মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন তিনজন। এর মধ্যে দুজন জামিনে এবং একজন এখন কারাগারে। গ্রেফতারের আগেই পলাতক অবস্থায় মারা গেছেন বাকি আসামিরা। সর্বশেষ মারা গেছেন দুজন।
তিনি বলেন, এ মামলায় মোট ৩৩ সাক্ষী জবানবন্দি পেশ করেছেন। পলাতক দুইজন আসামি মারা গেছেন, সেটিও আদালতকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।
এফএইচ/ইএ