ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ভাটারা ইউনিয়নের চেয়ারম্যানসহ বিএনপির ৪ জনের কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩

২০১৮ সালে নাশকতার অভিযোগে মামলায় ভাটারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানসহ বিএনপির চার নেতাকর্মীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও একমাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

কারাদণ্ডপ্রাপ্ত বাকি তিন আসামি হলেন- ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল আজিজ, মোশারফ হোসেন স্বপন ও হেলাল উদ্দিন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় ১২ জনকে খালাস দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ভাটারা থানার বিএনপির নেতাকর্মীরা বেআইনি সমাবেশ করে নাশকতা করে। এরপর পুলিশ বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা দায়ের করে।

জেএ/এমআরএম/এমএস