গণতন্ত্র হত্যা করে রাজপথে উল্লাস করছে আওয়ামী লীগ: কায়সার কামাল
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গণতন্ত্র হত্যা করে ঢাকার রাজপথে উল্লাস করছে বলে অভিযোগ করেছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, ‘মুক্তিকামী গণতন্ত্রপন্থি নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করছে। কর্তৃত্ববাদী এবং একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী আওয়ামী লীগ দেশকে এক কঠিন সঙ্কটের দিকে নিয়ে যাচ্ছে।’
সোমবার (২০ নভেম্বর) দুপুরে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) ব্যানারে করা মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির ডাকা হরতালের সমর্থনে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি ও সরকারবিরোধী আইনজীবীরা এই মিছিল ও সমাবেশ করেন। এসময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব বলেন, ‘দেশের অর্থনীতি আজ ধ্বংস। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি মানুষের ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে। অথচ সরকার তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে একতরফাভাবে ক্ষমতা নবায়নের সব আয়োজন সম্পন্ন করেছে।’
তিনি আরও বলেন, ‘দেশের জনগণ এই তফসিল বাতিল চায়। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না।’
মিছিল ও সমাবেশে অংশ নেন- সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাবেক সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক, আইনজীবী কে এম জাবির, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।
আরও অংশ নেন- ইউএলএফের সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব, আইনজীবী মো. আক্তারুজ্জামান, ইউসুফ আলী, এ কে এম রেজাউল করীম খন্দকার, মনিরুজ্জামান আসাদ, মাহমুদ হাসান, জহিরুল ইসলাম সুমন, শহীদুল ইসলাম সপু, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার নাসরিন আক্তার, গাজী তৌহিদুল ইসলাম, পারভেজ হোসেন, কে আর খান পাঠান, সালমা সুলতানা সোমা, শাহীন সুলতানা, মো. মাকসুদ উল্লাহ, আনিসুর রহমান রায়হান, একেএম এহসানুর রহমান, মু. কাইয়ুম, গোলাম মোকতাদির উজ্জল প্রমুখ।
এফএইচ/কেএসআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহির স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ২ এস কে সিনহাকে দেশে ফেরানোর দাবি ব্যারিস্টার খোকনের
- ৩ আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
- ৪ রোববার সুপ্রিম কোর্ট বারের বইমেলা উদ্বোধন করবেন প্রধান বিচারপতি
- ৫ দ্রুত মামলার শুনানি করতে অ্যাটর্নি জেনারেলের কাছে মায়ের আবেদন