ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

বিআরটিসির বাসে আগুন: তিনজনের দায় স্বীকার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৮ পিএম, ১৫ নভেম্বর ২০২৩

রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার তিন বিএনপিকর্মী আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তারা হলেন-হাফিজুর রহমান (৩৫), শহীদুল ইসলাম (২০) ও শামীম (৪৫)।

বুধবার (১৫ নভেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার দায় স্বীকার করে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে মিরপুর-১০ নম্বরে যানজটে আটকে থাকা একটি দোতলা বাসের সিটে আগুন লাগানো হয়। এতে বাসটির তিনটি সিট পুড়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একজন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করেন পুলিশ।

জেএ/এমআইএইচএস/জিকেএস