কনস্টেবল হত্যা: গ্রেফতার দুজনের ১০ দিনের রিমান্ড আবেদন
বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ (৩২) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেফতার দুজনকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার উপপরিদর্শক মো. সালাহ উদ্দিন কাদের এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
আসামিরা হলেন শামীম ওরফে সিংটা শামীম ও মো. সুলতান মিয়া।
আরও পড়ুন>> কনস্টেবল আমিরুল হত্যা মামলায় দুজন গ্রেফতার
এর আগে রোববার (২৯ অক্টোবর) রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করা মামলা হয়েছে। এছাড়া মামলায় বিএনপির শীর্ষ নেতাসহ ১৬৪ জনকে আসামি করা হয়েছে।
এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জেএ/এমএএইচ/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ চিকিৎসক পরিচয়ে প্রতারণা: ঢামেকে গ্রেফতার পাপিয়া কারাগারে
- ২ মেয়েসহ সাবেক মন্ত্রী আমুর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৩ যথাযথ আবেদন না থাকায় সাবেক মন্ত্রীসহ ১৩ আসামির পক্ষে শুনানি হয়নি
- ৪ ‘রাষ্ট্রীয় পদে যাওয়ার খবরে’ আসামিপক্ষে শুনানি করতে পারেননি সমাজী
- ৫ ৪৬তম বিসিএস পরীক্ষা কেন বাতিল করা হবে না, হাইকোর্টের রুল