ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

হাসিনা-বাইডেন নয়, বাংলাদেশের সঙ্গে আমেরিকার সেলফি: আইনমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি নয় বরং বাংলাদেশের সঙ্গে আমেরিকার সেলফি তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করে দেখান।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছেন বাংলাদেশকে দাবায়ে রাখতে পারবে না এবং বাঙালিরা পারে এ কথা শেখ হাসিনা প্রমাণ করেছেন।

আরও পড়ুন: বাইডেনের সেলফিতে শেখ হাসিনা

হাসিনা-বাইডেন নয়, বাংলাদেশের সঙ্গে আমেরিকার সেলফি: আইনমন্ত্রী

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফজলে নূর তাপস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র অ্যাডভোকেট এসএম মনির, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লা হিরু, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট. ড মো. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, অ্যাডভোকেট শাহ মনজুরুল হক, অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু, অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার, অ্যাডভোকেট সানজিদা খানম এমপি, সুপ্রিম কোর্ট বারের সহসভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা, যুগ্ম সম্পাদক নূরে আলম উজ্জলসহ বারের কার্যকরী কমিটির অন্যান্যরা।

হাসিনা-বাইডেন নয়, বাংলাদেশের সঙ্গে আমেরিকার সেলফি: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সিনিয়র অ্যাডভোকেট মো. ইউসুফ হোসেন হুমায়ুন কেক কেটে মন্ত্রী, মেয়র ও অন্যান্য আইনজীবীদের মুখে তুলে দেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র হয়তো আমাকে ক্ষমতায় চায় না: শেখ হাসিনা

বক্তারা বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান তিনি।

হাসিনা-বাইডেন নয়, বাংলাদেশের সঙ্গে আমেরিকার সেলফি: আইনমন্ত্রী

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে সারা বিশ্বে হয়েছেন প্রশংসিত।

হাসিনা-বাইডেন নয়, বাংলাদেশের সঙ্গে আমেরিকার সেলফি: আইনমন্ত্রী

বক্তারা আরও বলেন, ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দলকে সুসংগঠিত করেন শেখ হাসিনা। ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয় এবং ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করে দলকে দেশের নেতৃত্বের আসনে বসাতে সক্ষম হন।

তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ সেপ্টেম্বর ভারতের রাজধানীতে শুরু হওয়া ‘জি-২০ শীর্ষ সম্মেলনে’ যোগ দেন। সম্মেলন শুরুর আগমুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় দুই শীর্ষ নেতাকে হাসিমুখে ছবি তুলতে দেখা যায়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংগৃহীত ছবিতে দেখা যায় বাইডেন শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তুলছেন। দুই শীর্ষ নেতা যখন ছবি তুলছিলেন, তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সেখানে উপস্থিত ছিলেন।

এফএইচ/বিএ/জেডএইচ