সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু হয়েছে। আইনজীবী সমিতি ভবনের শহীদ সফিউর রহমান মিলনায়তনে মোট ৪৩টি বুথে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ১০টায় শুরু হয় ভোটগ্রহণ। যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
এদিকে, নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগসহ সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ও বিএনপিসহ সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেলে প্রার্থীদের জমজমাট প্রচরণা লক্ষ্য করা গেছে।
নির্বাচনে অংশ নেয়া প্যানেল ও প্রার্থী এবং তাদের সমর্থকেরা আইনজীবী সমিতি ভবনের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটারদের মাঝে লিফলেট, কার্ড বিলি করে ভোটারদের মন জয়ের চেষ্টা করতে দেখা গেছে। এছাড়া ফেসবুক, এসএমএস ও ফোন করেও ভোট চাওয়া হচ্ছে।
নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী মো. হারুনর রশীদ জানান, বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটকে ঘিরে সকাল থেকেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের মধ্যে চলছে উৎসবের আমেজ।
নির্বাচনে সভাপতি পদে সরকার সমর্থক সাদা প্যানেল থেকে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও নীল প্যানেল থেকে জয়নুল আবেদীন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আর জয়নুল আবেদীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা। রাজনৈতিক মতাদর্শে পার্থক্য থাকলেও দু’জনেরই বাড়ি বরিশালে।
অপরদেক, সম্পাদক পদে সাদা প্যানেল থেকে মো. আজাহার উল্লাহ ভুঁইয়া এবং নীল প্যানেল থেকে এএম মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের দু’জনেরও বাড়ি নোয়াখালীতে।
নির্বাচন উপ কমিটির আহ্বায়ক মো. হারুনর রশীদ বলেন, নির্বাচনে ১৪টি পদের বিপরীতে এবার মোট ৩২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, গত নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ মোট নয়টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা জয়ী হন। সাদা প্যানেলের প্রার্থীদের মধ্যে জয়ী হন পাঁচ জন আইনজীবী।
এফএইচ/এএইচ/পিআর